শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চা শ্রমিকের মজুরি ১৭০ টাকা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৭, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ

Spread the love

দেশের ১৬৭টি চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে চা শ্রমিকের মজুরি ১৭০ টাকা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে শ্রমিক ও নেতৃবৃন্দ একমত ও খুশি। আগামীকাল থেকে তারা কাজে ফিরবেন। বৈঠকের পর শনিবার (২৭ আগস্ট) রাতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা সাধারণ চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে শ্রমিক ও নেতৃবৃন্দ একমত ও খুশি। সোমবার থেকে আমরা কাজে ফিরবো।’

এর আগে শনিবার (২৭ আগস্ট) বেলা সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শুরু হয়। বৈঠকে ১৩টি চা বাগান মালিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতগাঁও চা বাগানের পঞ্চায়েত সাধারণ সম্পাদক সুদিপ কৈরী বলেন, ‘আপাতত আমরা মিছিল ও মিটিং করছি না। প্রধানমন্ত্রী যে রায় দিয়েছেন তা মেনে নিলাম।

নবগঠিত চা-শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোহন রবি দাশ বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা আমরা গণমাধ্যমে শুনেছি। সাধারণ শ্রমিকাদের সঙ্গে আলোচনাক্রমে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

১২০ টাকা থেকে বৃদ্ধি করে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা-বাগানের দেড় লাখের বেশি শ্রমিক। সেদিন থেকে চার দিন পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এরপর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন চা-বাগানের শ্রমিকরা।

১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি ঘোষণা দেওয়া হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান চা-বাগানের শ্রমিকরা। এর মধ্যে কয়েক দফা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও তা সমাধান হয়নি।

আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতে দেখা গেছে তাদের। দাবি আদায়ে গত কয়েক দিন ধরে বেশ উত্তাল ছিল চা-বাগানগুলো।

সর্বশেষ - প্রবাস