বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আগস্টে লন্ডনে নৌকা বাইচ উৎসব

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৫, ২০২১ ৬:৫৯ পূর্বাহ্ণ
আগস্টে লন্ডনে নৌকা বাইচ উৎসব

Spread the love

ফিফটি অ্যাকটিভ ক্লাব ইউকে নামক একটি চ্যারিটি সংস্থা ব্রিটেনে বাংলাদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে নৌকা বাইচ উৎসব করার উদ্যোগ নিয়েছে। লন্ডনের ফেয়ারলুপ কান্ট্রি পার্কে  আগামী ১ আগস্ট রবিবার ওই উৎসবে নৌকা বাইচ ছাড়াও ছোট-বড় সবার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উৎসবে নৌকা বাইচ প্রধান প্রতিযোগিতা হলেও আয়োজকরা পরিবারের সব বয়সীদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রেখেছে। উৎসবের প্রধান আকর্ষণ নৌকা বাইচ হবে বিশেষ ব্যবস্থায়। নৌকা বাইচে প্রতিটি দলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের এক একটি এলাকার প্রবাসীরা। 

ওই দল হতে পারে কোন একটি উপজেলার বা কোন একটি জেলার অভিবাসীদের সমন্বয়ে। আর যারা কোন জেলার বা উপজেলার প্রতিনিধিত্ব করবে তারা প্রতিদ্বন্দ্বী দলের একে অপরের বংশানুক্রমিক জানবে। এতে করে ব্রিটিশ বাংলাদেশিদের বাংলাদেশে তাদের মাতৃভূমির মূল এবং ওই এলাকার বিশেষ ব্যক্তি ও কমিউনিটি সম্বন্ধে জানার আগ্রহ বাড়বে।

দেশব্যাপী সামারের স্কুলের ছুটির মাঝে অনুষ্ঠিত হবে লন্ডনের এই নৌকা বাইচ। আশা করা হচ্ছে হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি ছাড়াও বিভিন্ন বর্ণ ও গোত্রের মানুষ উপভোগ করবে ওই উৎসব, একই সাথে জানতে পারবে বাংলাদেশি কৃষ্টি ও নানা মুখরোচক খাবারের স্বাদ। নানা প্রতিযোগিতার সাথে আয়োজকরা পার্কের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের খাবারের স্টলের ব্যবস্থা রেখেছে। সেখানে শুধুমাত্র বাংলাদেশের ঐতিহ্যগত খাবার রাখার শর্তে ভাড়া দেয়া হবে। 

উৎসবের শেষে আয়োজন করা হবে স্পন্সরকারী প্রতিষ্ঠান ও সাপোর্টারদের সহায়তায় চ্যারিটি র‌্যাফেল ড্রয়ের। ফিফটি অ্যাকটিভ ক্লাব ইউকে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কেন্দ্রীক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দীর্ঘদিন ধরে তারা মানুষের স্বাস্থ্য ভাল ও সুস্থ রাখতে নানা ধরনের পজিটিভ কাজ করে যাচ্ছে। বিশেষ করে যাদের বয়স ৫০ বা তার বেশি তাদের প্রয়োজনে সেবা দেওয়াই এই সংস্থার প্রাথমিক লক্ষ্য। এছাড়া তাদের আরেকটি মূল লক্ষ্য হচ্ছে এই সংস্থার মনোভাবাপন্ন অন্যান্য সংস্থার সাথে কাজ এগিয়ে নেয়া ও সেসব কাজ প্রমোট করা।

সর্বশেষ - প্রবাস