রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প রেভেনিউ স্ট্যাম্প, কোর্ট ফি তৈরি চক্রের হোতা ফরমান আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- ফরমান আলী সরকারের সহযোগী তুহিন খান (৩২), আশরাফুল ইসলাম (২৪) ও মো. রাসেল (৪০)।
র্যাব সূত্র জানিয়েছে, ঢাকার নিকটবর্তী ও অদূরে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভাগের নজরদারি এড়িয়ে তৈরি হচ্ছে জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প রেভেনিউ স্ট্যাম্প। যা বৈধ ও অবৈধ ভেন্ডরদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এতে করে সরকার যেমন রাজস্ব হারিয়েছে কোটি টাকার রাজস্ব, তেমনই গত তিন বছরে কয়েক হাজার মানুষ এসব কিনে ভোগান্তিতে পড়ছেন। র্যাব-৩ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।