দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে। গত ২৪ ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিন বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে শনাক্ত হয় ৭ হাজার ২৪৮ জন।