সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রং’ : বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৪, ২০২২ ৪:১৪ পূর্বাহ্ণ

বাগেরহাট প্রতিনধি : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রং’। এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৈরি আবহাওয়া বিরাজ করছে। রোববার (২৩ অক্টোবর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে গুড়ি গুড়ি ও হালকা বৃষ্টি হচ্ছে। এতে স্বাভাবিক জীবন-যাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সভা করা হয়েছে। তবে মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
নিম্নচাপের কারণে রবিবার সকালে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। কয়েকদিনের প্রচন্ড তাপদাহ কিছুটা কমলেও এখন ভ্যাপসা গরম পড়ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, এই মূহুর্তে সার, কয়লা, গ্যাস ও সিমেন্টর কাঁচামাল ক্লিংকারসহ বন্দরে ১৩টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজে স্বাভাবিক নিয়মেই কাজ চলছে। তবে দূর্যোগ বাড়লে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, রোববার বিকেলে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রন্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লক্ষ ৮ হাজার ৪৩০জন মানুষ আশ্রয় নিতে পারবেন। ৪ লক্ষ ৮০ হাজার নগদ টাকা ও প্রায় ৩ শত মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এছাড়া উপকূল অঞ্চলের উপজেলা গুলিতে প্রস্তুতি সভা করা এবং জনগনকে সচেতন করতে মাইকিং করতে বলা হয়েছে। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় সিত্রং এর প্রভাব মোকাবেলায় সর্তক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। সমুদ্রের থাকা মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে আসতে নির্দেশ দেয়া হয়েছে।##

সর্বশেষ - সাহিত্য

Translate »