কুমিল্লার লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত কমিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
ঘোষিত কমিটিতে লাকসাম উপজেলায় আহ্বায়ক আব্দুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম খোকন ও সদস্য সচিব হাজী নুর হোসেন।
লাকসাম পৌরসভায় আহ্বায়ক আবুল হাসেম মানু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম ফারুক ও সদস্য সচিব আবুল হোসেন মিলন। আর মনোহরগঞ্জ উপজেলায় আহ্বায়ক শাহ সুলতান খোকন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরীফ হোসেন ও সদস্য সচিব সরওয়ার জাহান দোলন।