যত সময় ঘনিয়ে আসছে মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর করবেন বলে এর সত্যতা জোরালো হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন সূত্র জানিয়েছে, চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেবন পেলোসি। এদিকে পেলোসি তাইওয়ান সফর ঘিরে চীনকে সমর্থন জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, পেলোসির তাইওয়ান সফর পুরোপুরি উস্কানিমূলক
ইতোমধ্যে পেলোসির তাইওয়ান সফরের জল্পনা নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডিন গত সপ্তাহে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন।
এই নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, যদিও পেলোসি তাইওয়ান ভ্রমন করবেন নাকি তা এখনও নিশ্চিত নয় কিন্তু তাইওয়ানের সম্ভাব্য সফর সম্পর্কে সবকিছুই সম্পূর্ণ উস্কানিমূলক হবে।