পবিত্র ঈদুল আজহা আগামী বুধবার (২১ জুলাই)। ঈদ উপলক্ষে ২০ জুলাই (মঙ্গলবার) থেকে ২২ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, ২৩ ও ২৪ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে, ঈদ ও সাপ্তাহিক ছুটিসহ পাঁচ দিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ারবাজার।
সোমবার (১৯ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে আগামী রোববার (২৫ জুলাই) পুনরায় লেনদেন শুরু হবে। তবে, করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন শুরু হবে ২৩ জুলাই। তা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ সময়ে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।