মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভারতীয় ব্যাংকে কোটি কোটি টাকা জমা দিতে পি কের ৬০ জনের দল!

প্রতিবেদক
Probashbd News
জুন ৭, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ থেকে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ৮৮টি ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সব অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য রাখা হয়েছিল বেতনভুক্ত ৬০ জনের একটি দল। তাদের কাজ ছিল প্রতিদিন গিয়ে লাখ লাখ টাকা এসব অ্যাকাউন্টে জমা দিয়ে আসা।

তদন্তে জানা গেছে, এখনো পর্যন্ত পি কে এবং তার সহযোগীদের ভারতে ৩০০ কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গেছে। মালয়েশিয়ায় সাতটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। আরো কত সম্পত্তি ভারতে তৈরি করেছেন পি কে হালদার এবং তার সহযোগীরা, তা জানতে গতকাল মঙ্গলবার (৭ জুন) কলকাতার ১ নম্বর বিশেষ সিবিআই আদালত পি কে হালদার এবং তার পাঁচ সহযোগীর আরো ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ২১ জুন তাদের ফের আদালতে পেশ করা হবে।

এদিন প্রশান্ত কুমার হালদার ওরফে শিব শঙ্কর হালদার এবং তার পাঁচ সহযোগী স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি, ইমাম হোসেন ওরফে ইমন হালদার, আমানা সুলতানা ওরফে শর্মি হালদার এবং প্রাণেশ কুমার হালদারকে আদালতে হাজির করা হয়। ইডির পক্ষ থেকে সরকারি আইনজীবী অরিজিত্ চক্রবর্তী পি কের উদ্ধার হওয়া সম্পত্তি এবং সম্পদের বিবরণ দিয়ে আদালতে জানান, আর কোথায় কত সম্পদ রয়েছে তা জানতে আরো জেল হেফাজতের প্রয়োজন রয়েছে। পালটা অভিযুক্তদের আইনজীবী শেখ হায়দার আলি এবং সোমনাথ ঘোষ তদন্তের অগ্রগতি নেই জানিয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পরে সরকারি আইনজীবী অরিজিত্ চক্রবর্তী বলেন, একাধিক ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কীভাবে উপার্জিত হয়েছে তার উত্তর পি কে হালদার দিতে পারেনি। তেমনই বলতে পারেনি কলকাতা ও তার উপকণ্ঠে একাধিক সংস্থা গড়ে তোলার জন্য বিপুল অর্থ কোথা থেকে তারা পেয়েছেন।

গোয়েন্দারা বলছেন, জেরা করলে প্রশান্ত কুমার হালদারের ভারতে আরো শত শত কোটি টাকার সম্পত্তি এবং বিনিয়োগের কথা জানা যেতে পারে। পাশাপাশি তারা জানার চেষ্টা করছেন, কত টাকা পি কে অবৈধভাবে ভারতে নিয়ে এসেছেন।

 

 

সর্বশেষ - প্রবাস