শুক্রবার , ৩০ জুলাই ২০২১ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রকাশ‌্যে এভ্রিলের ‘আঙুল’

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩০, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
প্রকাশ‌্যে এভ্রিলের ‘আঙুল’

Spread the love

বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এভ্রিল। তার বালিশের পাশে রাখা মুঠোফোন ও একটি বই। হঠাৎ বেজে উঠে ফোন। কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ একজন ফিসফিস করে ‘চিত্রা’ বলে ডাকতে থাকে। একরাশ উৎকণ্ঠা নিয়ে জেগে উঠেন তিনি। দৃশ‌্যটি বাস্তবের নয়, ‘আঙুল’ নামে স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রের। ইভান মনোয়ার পরিচালিত এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল নাঈম এভ্রিল।

কয়েক দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এর গল্পে দেখা যায়—চিত্রার জীবনে আসা প্রায় সব পুরুষই তার দিকে আঙুল তুলে জীবন দুর্বিষহ করে ফেলেছে। একদিন হাইওয়েতে চিত্রার কাছে লিফট চায় কবীর। গাড়িতে উঠার পর কবীর চিত্রার শরীরে টাচ করে। হঠাৎ চিত্রা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে কবীরের আঙুল কেটে ফেলে। ঘোষণা দেয়—‘যতবার নারীর ওপর পুরুষের আঙুল উঠবে, সেই আঙুল কেটে ফেলবে।’

পরিচালক ইভান মনোয়ার বলেন, ‘পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে চলচ্চিত্রটি। টানা ৪৮ ঘণ্টা শুটিং করেছিলাম। এটি দর্শকদের নতুন বার্তা দেবে।’

চলচ্চিত্রটির অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করেছেন—ফারহান খান রিও, রাইসা, শাহীন মৃধা প্রমুখ। এটি প্রযোজনা করেছে আই থিয়েটার। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও আই থিয়েটার এন্টারটেইনমেন্ট অ্যাপসে দেখা যাচ্ছে চলচ্চিত্রটি।

সর্বশেষ - প্রবাস