সোমবার , ২৬ জুলাই ২০২১ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সহজেই দূর হবে বিরক্তিকর তিল-আঁচিল

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৬, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
সহজেই দূর হবে বিরক্তিকর তিল-আঁচিল

Spread the love

কপলের কালো তিল আমাদের সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে দেয়। শরীরের বিভিন্ন জায়গায় ছোট তিলগুলো আমাদের আরও আকর্ষণীয় করে তোলে।

কিন্তু এই তিল যদি অনেক বেশি হয় বা খুব বড় হলে তা মোটেই সুন্দর থাকে না। আর আঁচিল হলে তো সবাই বিরক্ত।  

এই বিরক্তিকর তিল বা আঁচিল এবার কয়েক সপ্তাহের মধ্যে দূর হবে। তাও আবার কয়েকটি ঘরোয়া উপায়েই। কীভাবে, জেনে নিই আসুন: 

এক টুকরো আলু নিন। পাঁচমিনিট ধরে তিল বা আঁচিলের অংশে বারবার ঘষতে থাকুন। দিনে দু’বার করলেই ধীরে ধীরে এই তিল বা আঁচিল মিলিয়ে যাবে 

রাতে তিল ও আঁচিলের ওপর নারকেল তেল লাগিয়ে রাখুন খুব সহজেই তিল ও আঁচিলের থেকে মুক্তি মিলবে

তিল ও আঁচিলের জায়গাটিতে অ্যালোভেরা জেল লাগান। সুতির কাপড় দিয়ে জায়গাটি ঢেকে রাখুন। দিনে দু’বার করলেই মাত্র ক’দিনেই উপকার পাবেন 

কলার খোসার মধ্যে রয়েছে ভেষজ অ্যানজাইম। তিল ও আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে কলার খোসার ভেতরের দিকটি আঁচিলের অংশে চেপে রাখুন সারা রাত।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত