বলিউডের তরুণ অভিনেত্রী সারা আলী খানের নাক কেটে গেছে। রক্ত ঝরার কারণে ব্যান্ডেজও করতে হয়েছে। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে খবরটি নিজেই জানিয়েছেন সারা।
ভিডিওর ক্যাপশনে বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে সারা লিখেছেন- ‘সরি মা-বাবা, আমি নাক কেটে ফেলেছি।’
ভিডিওতে দেখা যাচ্ছে- নাকের উপর ব্যান্ডেজ লাগিয়ে রেখেছেন এই অভিনেত্রী। ব্যান্ডেজটি ওঠাতেই দেখা গেলো তার নাকের উপর রক্ত লেগে আছে।
তবে কীভাবে নাক কেটেছেন সে বিষয়ে কিছুই জানাননি সারা। নেটাগরিকদের অনেকেই ভাবছেন, হয়তো শুটিংয়ের সময় এমনটা হয়েছে অথবা মজার ছলেই এমন সাজ নিয়েছেন তিনি। তবে ভক্তরা প্রিয় অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া