বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বার্লিনে যুবলীগ কমিটির যাত্রা শুরু

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৯, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ
বার্লিনে যুবলীগ কমিটির যাত্রা শুরু

Spread the love

হাবিবুর রহমান হেলাল, জার্মানি।গঠন করা হলো বহুল প্রতিক্ষিত বার্লিন যুবলীগ কমিটি। আপাতত ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বদিউজ্জামান আর সভায় সর্ব্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবিদ খান লিখন। কমিটিতে বাকী ৭ সদস্যদের মধ্যে আছেন শেখ রেদোয়ান, জাহিদুল রহমান বাপ্পী, মোঃ হাসান, আবিদুর রহমান আবিদ, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসান এবং রাজন নিয়াজী। আপাতত ৯ সদস্য নিয়ে কমিটি গঠিত হলেও লীগের গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এর আগে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় বার্লিন আওয়ামীলীগ। এই উপলক্ষে বুধবার রাজধানী বার্লিনের প্রবাসী বাংলাদেশীর ব্যাবসায়ীর মালিকানাধীন ঐতিহ্যবাহী ম্যাক্সিকান রেস্টুরেন্টে ভ্যারাক্রুজ সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বার্লিন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর ই আলম সিদ্দীকির সঞ্চালনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায়  সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। সভায়  বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের প্রতিষ্ঠা সদস্য আব্দুল মালেক, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর হক খান, জার্মান আওয়ামীলীগের শীর্ষ নেত্রী নূরী খান, সংগঠনের শীর্ষ নেতা মোঃ শাহআলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওয়াল খানসহ আরো অনেকে।

নির্বাচিত যুবলীগের সভাপতি  বদিউজ্জামান ও সাধারণ লিখন বলেন আজ থেকে দলের শীর্ষ নেতারা যে গুরু দায়িত্ব তুলে দিয়েছেন সে দায়িত্ব তারা নিষ্ঠার সাথে আপোষহীনভাবে পালন করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন করার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। 

এসময় শীর্ষ নেতারা বলেন ঐতিহ্যবাহী বার্লিন আওয়মীলীগকে শক্তিশালী করতে যুবলীগ প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। সেই সঙ্গে লীগে যুক্ত হওয়া নব্য শক্তিহাইব্রিডদের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। সবশেষে জার্মানি ও ইউরোপে বসবাসরত সর্বস্তরের প্রবাসীসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করে নবনির্বাচিত যুবলীগ কমিটি।

সর্বশেষ - প্রবাস

Translate »