আমার দৃষ্টিতে প্রবাসীরা বাংলাদেশে সকল ক্ষেত্রে প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা পাওয়া উচিৎ এবং সেই সম্মান পাবার যোগ্য। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ৪৫-৪৯ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে ঘাম ঝরিয়ে এই টাকা তাঁরা দেশে পাঠান, বাংলাদেশের অর্থনীতিকে স্বাস্থ্যবান রাখার জন্য, আমাদেরকে ভাল রাখার জন্য। এয়ারপোর্টে তাঁদের ট্রিটমেন্ট টা আরও অনেক বেশী সম্মানের হওয়া উচিৎ।
প্রবাসে আমাদের যে ভাইরা আছেন তাঁদের ৯৮% অদক্ষ এবং শুধুমাত্র ২% দক্ষ মানব সম্পদ। অথচ নেপালে প্রবাসীদের ৪০% দক্ষ।
তাঁদেরকে শুধু আর একটু দক্ষ করে পাঠাতে পারলে তাঁদের এই আয় দ্বিগুণ করা সম্ভব। দেশের রিজার্ভও দ্বিগুণ হতে পারে।
আমাদের এই প্রবাসী মানুষগুলোর ত্যাগ দেশের জন্য ও তাঁদের পরিবারের জন্য অপরিসীম। রমজান যায়, ঈদ যায়, নানান অনুষ্ঠান যায় তাঁরা পরিবারের সাথে উপভোগ করতে পারে না। দেখা পায় না মা-বাবার!
সন্তান বড় হয়ে যায়, বাবার গায়ের গন্ধ সে পায় না, পায় না আদর… তবুও তাঁরা এই গরমে কাজ করে যায় একটু সুখের জন্য, পরিবারকে খুশী রাখার জন্য ও দেশের অর্থনীতি মজবুত রাখার জন্য।