বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২০২২ সালে সাড়ে ৩ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়েত

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৪, ২০২৩ ৪:৪২ পূর্বাহ্ণ

Spread the love

২০২২ সালে ভিন্ন ভিন্ন অপরাধের দায়ে বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। তাদের মধ্যে ৩ হাজার ৫০০ জন বাংলাদেশি রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত্র এক প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন অপরাধে ৬৬০ জন প্রবাসীকে বিচার বিভাগীয় নির্বাসন করা হয়। বাকিদের বিভিন্ন সময়ে মাদক সেবন ও মাদক বেচাকেনা, মারামারি, চুরি, মাদক তৈরি, অসামাজিক কাজ, আকামার মেয়াদ উত্তীর্ণ এবং কুয়েতের আইন না মেনে চলাসহ বিভিন্ন অপরাধে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ১৭ হাজার পুরুষ ও ১৩ হাজার নারী। নির্বাসিত পুরুষদের মধ্যে ৬ হাজার ৪০০ জন ভারতের, ৩ হাজার ৫০০ জন বাংলাদেশের ও ৩ হাজার ০০০ জন মিশরের নাগরিক।

খবরে বলা হয়, কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমানো ও শ্রমবাজার ও কর্মীদের ভারসাম্য বজায় রাখতে এটি দেশটির প্রচেষ্টার অংশ। এর অর্থ হলো প্রয়োজন নেই এমন প্রবাসীদের নির্বাসিত করা হবে। এটি মানবাধিকার লঙ্ঘন নয়। কেননা কুয়েতে এসব প্রবাসীদের অবস্থান অস্থায়ী। তারা আকামা ও ওয়ার্ক পারমিটের নিয়মের সঙ্গে সম্পর্কযুক্ত।

সর্বশেষ - প্রবাস

Translate »