বৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২২, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা

Spread the love

ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট করে এবং পিটিয়ে আবদু আল-খাতিব (৪৩) নামে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে ওই ফিলিস্তিনিতে হত্যার অভিযোগ করেছেন। খবর আনাদোলুর।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-মোসকোবিয়েহ ইসরাইলি বন্দিশিবিরে জিজ্ঞাসাবাদের নামে আবদু আল-খাতিবকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, অন্য বন্দিদের সামনে তাকে ইলেক্ট্রিক শক দিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ কর্মকর্তারা।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি নামে একটি এনজিওর মুখপাত্র আমানি শারাহনেহ জানান, নিহতের দেহে ইলেক্ট্রিক শক এবং পিটিয়ে জখম করার স্পষ্ট চিহ্ন আছে।

তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি তাদের এনজিও-ও ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে।

ট্রাফিক সিগনাল অমান্য করার অভিযোগে পূর্ব জেরুজালেমের সুফাট শরণার্থী ক্যাম্প থেকে চার বছরের এক শিশুর জনক আবদু আল-খাতিবকে আটক করে ইসরাইলি পুলিশ।

ইসরাইলের বিভিন্ন কারাগারে এ ধরনের ঠুনকো অভিযোগে বর্তমানে কমপক্ষে ৪ হাজার ৮৫০ জন ফিলিস্তিনিকে বন্দি রাখা হয়েছে। এদের মধ্যে ৪১ জন নারী এবং ২২৫টি শিশুও রয়েছে।

সর্বশেষ - প্রবাস