সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সুরভি একাই করলেন ৬ গোল, ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৭, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

Spread the love

সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ উইমেন্স অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদশে।

এর আগে এই ভুটানকে ৮-০ গোলে হারিয়ে মিশন শুরু করেছিল লাল-সবুজের দল।

সোমবার খেলার ১৫ মিনিটে ভুটানের জালে প্রথম বল পাঠান সুরভি। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। এরপর ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফের গোল করেন সুরভি। দ্বিতীয়ার্ধের শুরুতে সুরভির গোলেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ।

৫৪তম মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের উচুঁ শটে স্কোরলাইন ৬-০ করেন নুশরাত জাহান মিতু। ৬৫তম মিনিটেগোল করেন আয়েশা আক্তার।

৮০তম মিনিটে গোল করেন থুইনু মারমা। ৮৬তম মিনিটে সুরভির ষষ্ঠ গোলে ৯-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সর্বশেষ - প্রবাস