ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারের ম্যাচিং ইঞ্জিনে কারিগরি ত্রুটি সমাধান হয়েছে। সেই সঙ্গে লেনদেন ফিরেছে ডিএসই। তবে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকায় রোববার (১৮ জুলাই) লেনদেনের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন চলবে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত।
জানানো হয়েছে, ডিএসইতে আজ লেনদেন দুপুর ২.৩০টার পরিবর্তে বিকেল ৩.৩০ টা পর্যন্ত চলবে। তবে পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর থেকে কিছুটা সমস্যা শুরু হয়েছে। তবে বেলা সাড়ে ১১টার পর থেকে সফটওয়্যার সিস্টেমটি একেবারে ডাউন হয়ে যায়। ফলে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার পর ফের লেনদেন শুরু হয়েছে।