কথা ছিলো আগামি শুক্রবারই নতুন দালান বাড়িতে উঠবে নিজাম ও তার পরিবার। কিন্তু চিত্রাং এর ছোবলে তার আগেই নিভে গেলো জীবন প্রদীপ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার নিজাম উদ্দিন, তার স্ত্রী ও কন্যাশিশু নুসরাত।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি গাছ নিজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু নুসরাতকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিজাম উদ্দিন মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে এসেছেন ১ মাস হলো। নতুন বিল্ডিং করেছেন। শুক্রবার সেখানে উঠার কথা ছিলো।