অবৈধভাবে পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টাকালে হাঙ্গেরি সীমান্ত থেকে শুক্রবার বাংলাদেশিসহ ৭০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ইথিওপিয়া, সিরিয়া, শ্রীলঙ্কা এবং তুরস্কের অভিবাসীরাও রয়েছেন। তিনটি পণ্যবাহী ট্রাকে লুকিয়ে তারা হাঙ্গেরির ন্যদলাক সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে দেশটির পুলিশ জানায়।
স্টিরাইপাসার্জ নামের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, রোমানিয়ার এক চালকের একটি ট্রাকে ৩৭ জনকে পাওয়া যায়। ওই ট্রাকটি ইতালিতে রেফ্রিজারেটর পরিবহন করছিল। তারা সবাই শ্রীলঙ্কার নাগরিক। পশ্চিম ইউরোপের দেশে পৌঁছানোর উদ্দেশ্যে তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।
এছাড়া পোল্যান্ডে রেফ্রিজারেটর পরিবহনকারী একটি ট্রাকে ছিলেন সিরিয়া ও তুরস্কের ২০ অভিবাসী। তৃতীয় ট্রাকে ছিলেন বাংলাদেশ ও ইথিওপিয়া থেকে যাওয়া ১৫ অভিবাসী। ওই ট্রাকটি ইতালিতে অটো যন্ত্রাংশ পরিবহন করছিল।