টি-টোয়েন্টি ক্রিকেটের কিংবদন্তি বলা যায় ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে। উইন্ডিজের দুটি বিশ্বকাপ জয়ে তার রয়েছে অনেক অবদান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আন্তজার্তিক ক্যারিয়ারের ইতি টানবেন এই অলরাউন্ডার। ফলে মঙ্গলবার ক্যারিবিয়ান মাটিতে নিজের শেষ ম্যাচ ছিলো তার। কিন্তু বৃষ্টির কারণে ঘরের মাঠে নামতেই পারলেন না তিনি।
পাকিস্তান ও উইন্ডিজের মধ্যকার টি-টোয়েনি্ট সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন বাবর আজম। ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার ক্রিস গেইল এবং আন্দ্রে ফ্লেচার। ৩ ওভারেই স্কোরবোর্ডে ৩০ রান তোলেন এই দুইজন। কিন্তু এর পরই ম্যাচটি থামিয়ে দেয় বেরসিক বৃষ্টি। ম্যাচটি পরিত্যক্ত হয়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রাভো। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ব্রায়ান লারাদের সঙ্গে খেলে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছেন তিনি। টি-টোয়েন্টিতে ডেথ বোলিংয়ের জন্য বিখ্যাত ব্রাভো সারা বিশ্বে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান। বর্তমানে আইপিএলের দল চেন্নাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি।