মালদ্বীপের কারাগারে বন্দি বাংলাদেশিদের খোঁজ-খবর নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মালদ্বীপের মাফুসী জেলখানা পরিদর্শন করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এসময় তারা কারাগারে বন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা (চিকিৎসা, খাবার, পোশাক, কারা পরিবেশ ইত্যাদি) দেওয়ার জন্য জেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
হাইকমিশনার অফিস সূত্রে জানা যায়, মালদ্বীপের মাফুসীতে ৭০ জন ও রাজধানী মালে ২০ থেকে ২৫ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। এদের মধ্যে অধিকাংশই হত্যা, শিশু নির্যাতন ও মাদক মামলার আসামি।