রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লেবাননে গ্যাসবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ২০

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৫, ২০২১ ৭:০৮ পূর্বাহ্ণ
লেবাননে গ্যাসবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ২০

Spread the love

গ্যাসবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে লেবাননে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন। যদিও প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা সম্ভব হয়নি।

শনিবার (১৪ আগস্ট) রাতে দেশটির উত্তরাঞ্চলীয় আক্কার এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

লেবানন রেডক্রসের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণের পরপরই রেডক্রসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ২০টি মরদেহ উদ্ধার করে।

আক্কারের এই ঘটনা বৈরুত বন্দরের বিস্ফোরণের এক বছরের মাথায় ঘটল। গেল বছরের ৪ আগস্ট ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে রাজধানী শহরে। এতে ২০০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছিলেন।

সর্বশেষ - প্রবাস