মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গ্রিসে এক বাংলাদেশি নারীকে ছুরিকাঘাত করে হত্যা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩০, ২০২২ ২:১৭ অপরাহ্ণ

Spread the love

গ্রিসের রাজধানী এথেন্সে রুনা আক্তার (৩৬) নামের এক বাংলাদেশি নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে এথেন্সের কিপসেলির তেনেদু স্ট্রিটে এ ঘটনা ঘটেছে।

নিহত রুনা বেগম নারায়ণগঞ্জ জেলার রিপন মিয়ার স্ত্রী। তবে গ্রেফতারকৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি। গ্রিসের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, কিপসেলির একটি রাস্তায় বাংলাদেশের একজন ৩৬ বছর বয়সী নারীকে ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।
নিহত রুনা আক্তারের স্বামী এবং পুলিশের তদন্ত থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, ৪০- বছর-বয়সী বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই নারীকে রাস্তার মাঝখানে বারবার ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন, ওই নারী ও তার স্বামীর সাথে তার ব্যক্তিগত বিরোধ ছিল।

তিনি আরও দাবি করেছেন- ওই নারীর স্বামী কিছুদিন ধরে বেকার ছিলেন এবং তার কাছে অর্থ পাওনা ছিল। হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলের পাশের একটি আবর্জনার পাত্র থেকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নিহত রুনা আক্তার এবং তার খুনি গ্রেফতারকৃত ব্যক্তি এথেন্সের একটি কারখানায় কাজ করতেন।

সর্বশেষ - প্রবাস

Translate »