শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউরোপজুড়ে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৩, ২০২২ ১:৫১ অপরাহ্ণ

ইউক্রেনের জাপোরিঝিয়া যা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এতে রুশ বাহিনীর হামলার পরিমাণ দিনে দিনে বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের অভিমত, এখনই কেন্দ্রটি পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। যেকোন সময় এখানে একটি বড় আকারের বিপর্যয় ঘটতে পারে- যা কিনা পুরো ইউরোপে প্রভাব ফেলবে।

কিয়েভ থেকে বলা হচ্ছে, রুশ বাহিনী মার্চ থেকে কেন্দ্রটি দখলের পর থেকে এখানে ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে। রুশ বাহিনী কেন্দ্রটিকে সুরক্ষা হিসেবে ব্যবহার করে তাদের আক্রমণ চালাচ্ছে।

কেননা কেন্দ্রটি লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আঘাত করে ব্যাপক আকারে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি নেবে না। এদিকে মস্কো থেকে বলা হচ্ছে, ইউক্রেনীয়রা পারমানবিক কেন্দ্রটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে দুই পক্ষ।

কেন্দ্রটিতে এখনও কর্মরত ওলগা (ছদ্মনাম), সিএনএনকে সম্প্রতি একটি ফোনকলে সাক্ষাৎকারে কেন্দ্রটির বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন।

সর্বশেষ - সাহিত্য

Translate »