স্টাফ রিপোর্টার : পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী ব্যবহার করে ,পরিবার ও পৃথিবীকে নিরাপদে রাখি এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উদ্যোগ প্রকল্পের লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে পিকেএসএফ এর সহযোগিতায় রোববার দিনব্যাপী ইএসডিও প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ,গণ পূর্তের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান । বিশেষ অতিথি ছিলেন.এইচ বি আর আই, এর গবেষণা সহকারী আহসান হাবীব, এক্সিস এর্নাজী লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মনিরুল ইসলাম ,ইএসডিও’র প্রকৌশলী আবু সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
কর্মশালার শুরুতে প্রকল্প সম্পর্কে প্রেজেন্টেশন করেন প্রজেক্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম।
কর্মশালায় এইচবিআরআই, বিভিন্ন সরকারি দপ্তর,ইঞ্জিনিয়ারিং ফার্ম,ঠিকাদার ,ক্রেতা ও সরবরাহকারী প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।