বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রীনগরে বসতবাড়িতে আগুন, রাস্তার মাঝখানে বিদ্যুৎ খুঁটিতে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৩, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ

Spread the love

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বাঘাডাঙ্গায় একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় বারান্দাসহ টিনের বসতঘর পুড়ে ছাই হয়েছে। গত মঙ্গলবার রাত পৌণে ৯ টার দিকে হাজী আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। অপরদিকে ওই বাড়িতে যাওয়ার পথে বাঘাডাঙ্গা রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুৎতের খুঁটি থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেঘাত ঘটে বলে অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন পত্র পত্রিকায় রাস্তার মাঝখানে ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুৎতের খুঁটিটির সচিত্র প্রতিবেদ প্রকাশিত হয়।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে আব্দুর রহমানের বসতবাড়িতে আগুনের লিলিহান শিখা দেখতে পান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের গাড়ি এসে বাঘাডাঙ্গা হাওলাদার বাড়ি ও মীরবল বাড়ির সামনে রাস্তার মাঝখানে থাকা বিদ্যুৎ খুঁটির কারণে আটকা পড়ে। পরে বাধ্য হয়ে পানির মোটর, পাইপ, জেনারেটরসহ অন্যান্য যন্ত্রপাতি ভ্যান গাড়িতে করে ঘটনাস্থলে আনা হয়েছে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাজী আব্দুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন জানান, ১টি দু’তলা ঘরসহ আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র পুড়ে ১০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে। আমাদের বাড়ির ৪শ’ ফুট দূরে রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুৎতের খুঁটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি। এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ থেকে ৩৫ মিনিট বিলম্ব হয়। এর আগে খুটিটি সরাতে সংশ্লিষ্টদের একাধিকবার বলা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. রফিক মোল্লা বলেন, রাস্তার মাঝখানে খুঁটির বিষয়ে একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে বলা হলেও কোন কাজ হয়নি। এতে আমাদের রাস্তায় যাতায়াতসহ নানা কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে।
ভাগ্যকুল বালাশুর পল্লী বিদ্যুৎ সাব-জোনালের জুনিয়র ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া’র কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুঁটি কোন জায়গায় বলেন, আমি লোক পাঠাচ্ছি।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার মো. শাহে আলম বলেন, রাস্তায় বিদ্যুৎ খুঁটির কারণে কাজে কিছুটা বিরম্বনায় পড়তে হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগীতায় ঘন্টা খানের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডের সুত্রপাত জানতে তদন্ত চলছে।

সর্বশেষ - প্রবাস

Translate »