মঙ্গলবার , ৩১ মে ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নরসিংদীতে তরুণীকে হেনস্থার মূল অভিযুক্ত নারী গ্রেপ্তার

প্রতিবেদক
Probashbd News
মে ৩১, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ

পোশাকের কারণে হেনস্থার অভিযোগ ওঠার পর নরসিংদী রেলস্টেশনে গিয়ে একদল নারী আন্দোলনকারীর প্রতিবাদ

সপ্তাহ দুয়েক আগে ঢাকার কাছে নরসিংদীর একটি রেলস্টেশনে পোশাকের কারণে এক তরুণীকে হেনস্থার যে ঘটনা বাংলাদেশে শোরগোল ফেলে দিয়েছিল, সেই ঘটনার মূল অভিযুক্ত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করেছে বিশেষ বাহিনী র‍্যাব।

গত ১৮ই মে তারিখে সংঘটিত হওয়া ওই হেনস্থার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এ নিয়ে কিছু অধিকারকর্মী ঢাকায় ও নরসিংদীতে গিয়ে বিক্ষোভও দেখান।

ঘটনার চারদিন পর আদালতের নির্দেশে একটা মামলা হওয়ার পর এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।

কিন্তু ভাইরাল ভিডিওতে তরুণীকে হেনস্থার ঘটনাপ্রবাহ যে নারীটির কারণে শুরু হয়েছিল বলে অভিযোগ, তাকেই এতদিন ধরা যাচ্ছিল না।

এ নিয়ে নারী অধিকারকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানাচ্ছিলেন।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বিবিসি বাংলাকে বলছেন, রবিবার রাতে একজন আত্মীয়ের বাসা থেকে ওই নারীকে গ্রেপ্তার করেছেন তারা এবং ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার তাকে পুলিশের কাছে সোপর্দ করার কথা রয়েছে বলে জানান লে. কর্নেল পাশা।

গ্রেপ্তারের এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

সর্বশেষ - সাহিত্য

Translate »