বার্সেলোনার সঙ্গে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন লিওনেল মেসি, শেষবার ২০১৫ সালে। বাকি ছয় বছরে তাদের সেরা সাফল্য ২০১৯ সালের সেমিফাইনাল। এবার নতুন অধ্যায় শুরু করেছেন তিনি পিএসজিতে, যে ক্লাবটিরও বহুল আকাঙ্ক্ষা হয়ে উঠেছে একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল পিএসজি, বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয় তারা। গত বছরও টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার আভাস দিয়েও ব্যর্থ হয়। সেমিফাইনালে ম্যানসিটির কাছে হেরে যায় তারা।
এবার মেসিকে নিয়ে স্বপ্ন দেখছে এই আক্ষেপ ঘুচানোর। আর্জেন্টাইন ফরোয়ার্ডও আশাবাদী পিএসজি পারবে। বুধবার (১১ আগস্ট) সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ফরোয়ার্ড বললেন, ‘এই দল প্রস্তুত। কিছু নতুন দলবদল হয়েছে, ক্লাব প্রস্তুত। আমি এখানে তাদের সহায়তা করতে এসেছি।’
পিএসজির সঙ্গে মেসির স্বপ্ন কী? বললেন তিনি, ‘আমার স্বপ্ন এই ট্রফি আবারো জেতার এবং আমি মনে করি সেটা করার সবচেয়ে সেরা জায়গা হলো প্যারিস।’
এখন দেখার অপেক্ষা, মেসি কি পারবেন পিএসজির প্রতীক্ষার অবসান ঘটাতে?