রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ায় কোয়ারেন্টিনে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৫, ২০২১ ৩:৫৭ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় কোয়ারেন্টিনে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

Spread the love

মালয়েশিয়ার একটি শ্রমিক হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মেলাকা প্রদেশের মুকিম তানজুং ক্লিংয়ের পান্তাই পুতেরি এলাকার একটি শ্রমিক হোস্টেলে ওই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, হোস্টেলের নিরাপত্তা কর্মীরা অসুস্থ বাংলাদেশিকে সহযোগিতা করতে ব্যর্থ হলে কোয়ারেন্টিনে থাকা অন্তত ছয় শতাধিক বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ দিকে মেলাকা তেঙ্গাহ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার আফজানিজার আহমাদ বলেন, নিহত বাংলাদেশির সহকর্মীরা ইমার্জেন্সি বিভাগে ফোন দিলে খবর পেয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মী অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে হাজির হন। এসময় অসুস্থ বাংলাদেশিকে হোস্টেল থেকে নামিয়ে আনার সময় তার মৃত্যু হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া যায়নি।

এসময় একদল বাংলাদেশিসহ বিদেশি শ্রমিক জড়ো হয়ে হইচই শুরু করলে হোস্টেলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ক্ষুদ্ধরা কারখানার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ও ঢিল নিক্ষেপ করলে গার্ডহাউসের ক্লোজ সার্কিট ক্যামেরা, ফায়ার অ্যালার্ম বক্স ও নিরাপত্তারক্ষীদের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার না করলেও তদন্ত চলছে।

সর্বশেষ - প্রবাস