শুক্রবার , ১৩ মে ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিউইয়র্কে ট্রেনের নিচে পড়ে বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
মে ১৩, ২০২২ ৯:০০ অপরাহ্ণ

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে এক বাংলাদেশি ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম জিনাত হোসেন (২৪)।

এই ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জিনাত হোসেন হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে। বাবা-মাসহ ব্রুকলিনে থাকতেন জিনাত। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।
ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ধাক্কায় ট্রেনের নিচে ছিটকে পড়েন জিনাত। তখন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জিনাতের খালু ডা. এনামুল হক এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জিনাতের সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চাইছিল ছিনতাইকারীরা। তখন টানাহেঁচড়ার একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে যান জিনাত হোসেন। কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে ওই ঘটনা ঘটে।

সর্বশেষ - প্রবাস

Translate »