শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৩, ২০২১ ১০:০০ পূর্বাহ্ণ
আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

Spread the love

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। তিনি বলেন, পশ্চিমকে বুঝতে হবে তালেবান কোনও একক শক্তি নয় বরং স্বার্থসংশ্লিষ্ট একটি গ্রুপ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, ১৮৩০-র দশকেই ব্রিটেন বুঝতে পেরেছিল যুদ্ধবাজ এবং ভিন্ন ভিন্ন প্রদেশ এবং উপজাতি দেশটিকে শাসন করে। যদি আপনি সতর্ক না হন, তাহলে গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারেন। আমি মনে করি আমরা একটি গৃহযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছি।

এদিকে তালেবানদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। একের পর এক আফগান প্রদেশ দখল করে নিচ্ছে তারা। ইতোমধ্যেই দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ১১টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। সবশেষ তারা দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর লস্করগাহ দখল করেছে।

এদিকে বৃহস্পতিবার আফগান সরকারের একটি সূত্র জানায়, তারা তালেবানকে ক্ষমতা ভাগাভাগি করে নেয়ার প্রস্তাব দিয়েছে। দেশটিতে সহিংসতা বাড়তে থাকার প্রেক্ষাপটে এমন প্রস্তাব দেয়া হয়েছে বলে দাবি করেছে সরকার। তবে তালেবানদের থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

অন্যদিকে আফগানিস্তানে নতুন করে তিন হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তিন হাজার সৈন্য কাবুল এয়ারপোর্টে পাঠানো হবে, যারা দেশটিতে মার্কিন দূতাবাসের সদস্যদের সরিয়ে আনতে সাহায্য করবে। বৃহস্পতিবার ওই সৈন্য পাঠানোর কথা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ - প্রবাস