বিএনপির তিন নেত্রীর বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে— ইতিপূর্বে পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, বান্দরবান জেলা বিএনপির সাবেক সদস্য হামিদা চৌধুরী এবং টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী স্বপ্নাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।