মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিউইয়র্কে টাইমস স্কয়ারে প্রথম তারাবির নামাজ

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৫, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম সড়ক টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তারাবির নামাজ আদায় ও ইফতার করলেন হাজারেরও বেশি মুসলিম।
যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম সড়ক টাইমস স্কয়ারে দেখা মিলল এক বিরল দৃশ্য। তাতে দেখা যায় মুসল্লিরা রাস্তায় জায়নামাজ বিছিয়ে তারাবির নামাজ আদায় করছেন।

দেশটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্রটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তারাবির নামাজ। শনিবার প্রথম রমজানের রাতে অনুষ্ঠিত তারাবির নামাজে হাজারেরও বেশি ‍মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় প্রায় ১৫শ মত রোজাদারদের মাঝে ইফতার বিতরণও করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারাবির নামাজ আদায় ও ইফতার বিতরণের ভিডিও ভাইরাল হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল সিবিএস নিউজ জানায়, টাইমস স্কয়ারের স্মরণীয় এ ইভেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পাশাপাশি কানাডার মন্ট্রিল থেকেও মুসল্লিরা আসেন। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত এবং রমজান মাসের তাৎপর্য তুলে ধরা হয়। আয়োজকরা আশা করেন জামাতে নামাজের দৃশ্যটি অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবে।

টাইমস স্কয়ারে তারাবির নামাজে অংশ নেয়া এক ব্যক্তি বলেন, ‘আমরা এখানে ওইসব ব্যক্তির কাছে আমাদের ধর্ম সম্পর্কে জানাতে এসেছি, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। মূলত ইসলাম একটি শান্তির ধর্ম।

টাইমস স্কয়ারে নামাজের ছবি প্রকাশ করে মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত আমেরিকান দূতাবাস তাদের ফেসবুক পেজে জানায়, ‘প্রথম বারের মতো নিউইয়র্কের টাইমস স্কয়ারে উপস্থিত মুসল্লিদের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।

দ্য ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং-এর ২০১৮ সালের গবেষণা মতে, এ শহরে প্রায় সাত লাখ ৬৯ হাজার মুসলমান বসবাস করেন যা মোট জনসংখ্যার ৯ শতাংশ। এমনকি নিউইয়র্ক শহরের স্কুলগুলোতে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি দেওয়া হয়।

সর্বশেষ - প্রবাস

Translate »