জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃমহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বিদ্যালয়ের শিক্ষিকা মেহেরুন নেছা মলির উপস্হাপনায় , কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এর পর জাতীয় সংগীত ও এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলেই।
ভেনিস বাংলা স্কুল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাএ-ছাএীদের এবং অংশ গ্রহণ কারি সবাইকে পুরস্কার বিতরণ করেন-। বিজয়ীদের ও অংশগ্রহণ কারীদের পুরস্কার প্রদান করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক প্রবাসবিডি ডট নিউজ এর সম্পাদক ও প্রকাশক আবু সাইদ রিয়াজ। ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ পুরস্কার দাতাকে ধন্যবাদ জানান। বক্তরা আমাদের মুক্তি যুদ্ধের ইতিহাস সম্পর্কে বাচ্চাদের ধারনা দেন । সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার তার বক্তব্যয়ে শিক্ষক ও অভিভাবকদেরকে বলেন বাচ্চারা যাতে আমাদের জাতীয় দিবসগুলো ভুলে না যায় তার জন্য স্কুলে পরাশুনার মধ্যে ও বাসায় যাতে এগুলো নিয়ে আলোচনা করে ও স্বরন করিয়ে দেয় ভবিষ্যতে বেড়ে নুতন প্রজন্মকে -অনুস্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন পান্না,সোহেলা আক্তার বিপ্লবী,শহিদুল ইসলাম সুজন,সুরাইয়া আকতার, দিলরুবা জামান,কবির মাহমুদ, সুমন সরকার ও অভিভাবক সহ আরো অনেকে–বিজয়ী ও অংশ গ্রহনকারী সবাই পুরস্কার পেয়ে সবাই অনেক খুশি