বুধবার , ৩০ মার্চ ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল টাইগ্রেসরা

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩০, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ

Spread the love

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ শেষটা ভালো করতে পারল না।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গেলো নিগার সুলতানার দল। ইংলিশরা নির্ধারিত পঞ্চাশ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান তোলে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। এই জয়ে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে টিকে রইলো ইংল্যান্ড।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান তোলে। জবাবে ১৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ওয়েলিংটনে আগে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ শুরুতেই মাত্র ২৬ রানে ইংল্যান্ডের দুই উইকেট তুলে নেয়। তৃতীয় উইকেট জুটিতে ৬০ রানের জুটি গড়ে বিপর্যয় কাটায় ইংলিশরা। ওপেনার ট্যামি বেউমেন্ট ৩৩ রান করে ফিরলে জুটিটি ভাঙ্গে। এরপর চারে নামা নাট শিভারকে দলীয় ৯৪ রানের মাথায় ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
পঞ্চম উইকেট জুটিতে ৭২ রান তুলে আবার ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। অ্যামি জোনস করেন ৩১ রান। এরপর শেষদিকে সোফিয়া ডাঙ্কলির অর্ধশতকে দুইশর বেশি স্কোর পায় ইংল্যান্ড। ডাঙ্কলি ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন। এছাড়া সোফি এক্লেস্টন ১৭ ও ক্যাথেরিন ব্রান্ট ২৪ রানে অপরাজিত ছিলেন।
টাইগ্রেসদের পক্ষে সালমা খাতুন ৪৬ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া জাহানারা, রিতু মণি, ফাহিমা ও লতা মণ্ডল ১টি করে উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা সুপ্তা ও শারমীন আক্তার প্রায় ১৮ ওভার মাঠে কাটিয়ে দেন। কিন্তু যথেষ্ট রান তুলতে ব্যার্থ হন। ১৮ ওভারে মাত্র ৪২ রানের জুটি করেন তারা। শেষ পর্যন্ত ব্যক্তিগত ২৩ রান করে শারমীন বিদায় নিলে ভাঙ্গে তাদের জুটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এর মাঝে লতা মণ্ডল ৩০, অধিনায়ক জ্যোতি ২২ ও শামীমা ২৩ রান করে কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ৪৮ ওভারের মাথায় ১৩৪ রানে অলআউট হয়ে থামে বাংলাদেশ।

সর্বশেষ - প্রবাস