মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পর্তুগাল-নর্থ মেসেডোনিয়ার মধ্যে জয়ী দল খেলবে কাতার বিশ্বকাপে

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৯, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

আজ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করার শেষ পরীক্ষায় নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপে সুযোগ পেতে হলে রাতের ম্যাচে অবশ্যই হারাতে হবে নর্থ মেসেডোনিয়াকে। খেলা শুরু হবে মঙ্গলবার রাত পৌনে ১টায়।
ক্রিস্টিয়ানো রোনাদোর আজ কঠিন পরীক্ষা। নিজ দেশ পর্তুগালকে নিতে হবে কাতার বিশ্বকাপ। সামনে একটাই ম্যাচ, যে করেই হোক হারাতে হবে নর্থ মেসেডোনিয়াকে।

গেল ম্যাচে টার্কিদের সহজেই বিদায় করেছিল পর্তুগীজরা। প্লে-অফের ফাইনাল ম্যাচটা জয়ের চ্যালেঞ্জও এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সিআর সেভেন। ক্রিস্টিয়ানো রোনাদো আত্মবিশ্বাসের সাথেই ঘোষণা দিয়েছে পর্তুগালকে ছাড়া হবে না কোন বিশ্বকাপ।

পর্তুগালের রাতের প্রতিপক্ষে নর্থ মেসেডোনিয়াই রোনাদো-জোতাদের কাজটা সহজ করে দিয়েছে। ইরোর ফিডেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে ফাইনালে উঠেছে মেসেডোনিয়া। আজ্জুরিরা উঠলে নিশ্চই পর্তুগালের কাজটা আরও বেশি কঠিন হতো।

পর্তুগালের তিন ভাইটাল প্লেয়ার ক্যানসেলো, রেনাতো সানসেজ আর রুবেন দিয়াজ মিস করতে যাচ্ছেন রাতের ম্যাচটাও, তবে ফিট হয়ে একাদশে ফিরছেন পেপে। সব মিলে পরিষ্কার ফেভারিট হিসেবেই নামবে ফেন্দানো সান্তোসের ছেলেরা।

নর্থ মেসেডোনিয়া যেন আসলেই এক ডার্ক হস। ওদের কাছে হেরেই তো টানা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলা হচ্ছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির। শুধু কি তাই মূল বাছাইপর্বে ওরা হারিয়ে দিয়েছিল আরেক পরাশক্তি জার্মানিকেও।

পর্তুগালের সাথে একবারই মুখোমুখি হয়েছিল নর্থ মেসেডোনোনিয়া। ২০১২ সালের সেই ম্যাচটা হয়েছিল গোলশূণ্য ড্র। এরই মধ্যে প্লেঅফ ফাইনাল ম্যাচের আগেই পর্তুগাল সুপারস্টার সিআর সেভেনকে বিদায় করে দেয়ার হুমকিও দিয়েছেন মেসোডোনিয়ার প্রেসিডেন্ট। এখন দেখার, মাঠের লড়াইয়ে কি হয়

সর্বশেষ - প্রবাস

Translate »