মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১৩ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
বাইডেন ছাড়াও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ আরও ১০ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করে পুতিন প্রশাসন। রাশিয়ার গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
মস্কো জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ রাশিয়ান নেতাদের ওয়াশিংটনের কালো তালিকাভুক্ত করার জেরেই এ নিষেধাজ্ঞা।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন, প্রতিরক্ষামন্ত্রী এল. অস্টিন ও সশস্ত্র বাহিনীর প্রধান এম মিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে।