বুধবার , ৪ আগস্ট ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৪, ২০২১ ৭:১৬ পূর্বাহ্ণ
৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা

Spread the love

বিশ্বের ৬০টিরও বেশি দেশে এক কোটি ১০ লাখেরও বেশি করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় বাংলাদেশও রয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।  খবর ভয়েস অব আমেরিকার।

ঘোষণাটি এমন সময়ে দেওয়া হলো যখন ভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’র কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা পুরোপুরি টিকা নেওয়া ব্যক্তিদেরও অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

বলা হচ্ছে,  জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র হবে বিশ্বের টিকা ভাণ্ডার। বৈশ্বিক টিকা কার্যক্রম কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক কোটি ১০ লাখ টিকা বিতরণ উল্লেখ করার মতো বিষয়। তবে তা বিশ্বের প্রয়োজনের ভগ্নাংশ মাত্র।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আগস্টের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ লাখ ডোজ ফাইজার টিকা পাঠানো শুরু করবে। এটি ২০২২ সালের জুন মাস নাগাদ বিশ্বের ১১০টি নিম্ন আয়ের দেশে যুক্তরাষ্ট্রের টিকা সহায়তার প্রতিশ্রুতির অংশ।

ইতোমধ্যে বিতরণকৃত এক কোটি ১০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনীহাসহ নানা কারণে উদ্বৃত্ত থাকা টিকা।

বলা হচ্ছে, জুনের শেষ নাগাদ বাইডেন ৮ লাখেরও বেশি টিকা বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পুরোটা সম্ভব হয়নি টিকা গ্রহিতা দেশগুলোর কৌশল ও নীতিগত নানা সমস্যার কারণে। তবে জুলাইয়ে টিকা পাঠানোর গতি বেশ বেড়ে যায়। এ সময় বাংলাদেশেও টিকা পাঠানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তার লক্ষ্যে কোভ্যক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ টিকা পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু দেশগুলোকে সহায়তার মাত্রার সঙ্গে সঙ্গতি রেখে তা করা হয়।

হোয়াইট হাউস বলছে, টিকা দেওয়ার পরিবর্তে রাশিয়া বা চীনের মতো কিছু চাওয়া হয়নি। ওই দুটি দেশ তাদের নিজেদের উৎপাদিত টিকা দেওয়ার বদলে ভু-রাজনৈতিক সুবিধা চেয়েছে।

সর্বশেষ - প্রবাস