ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে বিচ্ছেদ ঘটে গেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। আর্জেন্টাইন সুপারস্টারের নতুন ক্লাব হিসেবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম শোনা যাচ্ছে।
এমনটি হলে পিএসজিকেই সব শিরোপা দিয়ে দেওয়ার কথা বলছেন কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস দাবিদ রদ্রিগেজ রুবিও। কেননা এখনই পিএসজিতে রয়েছেন নেইমার, কাইলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুমাদের মতো তারকারা।
তাদের সঙ্গে মেসিও যোগ দিলে পিএসজি এক অপ্রতিরোধ্য দল হয়ে যাবে বলে মনে করেন রদ্রিগেজ। যেখানে তারা একাই থাকবে সর্বেসর্বা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইচে নিজের ভক্তদের সঙ্গে মত বিনিময়কালে রদ্রিগেজ বলেন, ‘মেসি যদি পিএসজিতে যায়, তাহলে তারা সেখানে একাই খেলবে। তাদের সব শিরোপা দিয়ে দিন। ইংল্যান্ডে মনে হয় না কেউ মেসির (উচ্চ) পারিশ্রমিক দিতে পারবে। কেউ যদি পারে, সেটা ম্যানচেস্টার সিটি।’