শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সুন্দর থাকার টিপস দিলেন কৃতী স্যানন

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৩, ২০২১ ১০:২৭ পূর্বাহ্ণ
সুন্দর থাকার টিপস দিলেন কৃতী স্যানন

Spread the love

কৃতী স্যাননের রূপে মুগ্ধ হয়েছেন এমন মানুষের সংখ্যা অনেকে বেশি। এককথায় পরম সুন্দর কৃতী। শুধু মিমি সিনেমাই নয়, সেই প্রথম সিনেমা ‘হিরোপন্থী’ থেকেই কৃতী স্যাননের রূপে মুগ্ধ পুরুষমহল। কৃতীর ছিপছিপে মেদবিহীন কোমর, তার ওপর গালে টোল পড়া হাসি, ঝকঝকে কোমল ত্বক সবারই নজর কাড়ে। রূপচর্চার বিষয়ে প্রাকৃতিক জিনিসের ওপরেই নির্ভর করেন কৃতী। এবার নিজের ব্যবহৃত এক বিশেষ ফেসপ্যাকের কথা সবার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

কৃতী বিশেষ এক প্যাকই নিয়মিত ব্যবহার করে থাকেন।  বাড়িতে কয়েকটি উপাদান দিয়ে খুব সহজ এক ফেসপ্যাক আপনিও বানাতে পারবেন। 

৪ চামচ বেসনের সঙ্গে মুগডাল বাটা মিশিয়ে নিন। তারপর এর মধ্যে এক কাপ দই, অল্প পরিমাণ হলুদ মিশিয়ে নিন। মুখে দিয়ে আধাঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এক সপ্তাহের মধ্যেই আপনার ত্বক একেবারে ঝকঝকে হয়ে উঠবে। রোদে পোড়া দাগ দূর করে জেল্লা ফিরিয়ে আনতে এই প্যাক কার্যকর।

কৃতী জানিয়েছেন, নিমপাতা সিদ্ধ পানিতে রোজ মুখ ধুলে ত্বকে জেল্লা ফিরে আসে। শুধু তা-ই নয়, যারা শুকনো ত্বকের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই এটি করুন। দারুণ ফল পাবেন। ত্বককে সব সময় সতেজ রাখতে বাইরে থেকে ঘরে ফিরে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন শশার রস। কিংবা আলু থেঁতো করে সেই রসও মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন। 

কৃতী জানিয়েছেন, রূপচর্চার পাশাপাশি দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করতে হবে। সেই সঙ্গে প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে। ত্বক ভালো রাখতে বেশি রাত জাগা যাবে না।

সর্বশেষ - প্রবাস