বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগানিস্তানের মতো অঘটন ঘটাতে পারে : পাকিস্তানকে ব্যঙ্গ গম্ভীরের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৯, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
আফগানিস্তানের মতো অঘটন ঘটাতে পারে : পাকিস্তানকে ব্যঙ্গ গম্ভীরের

Spread the love

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ অনেক বছর ধরেই। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখা যায় কেবল এখন বৈশ্বিক ও এশিয়ান টুর্নামেন্টগুলোয়।

ক্রিকেটভক্তরা তাই তাকিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। এবার বিশ্বকাপের গ্রুপপর্বেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দুবাইয়ে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হবে তারা।

ভারত-পাকিস্তান লড়াই মানেই তো যুদ্ধ-যুদ্ধ ভাব। একটা আলাদা উত্তেজনা। তবে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর এই ম্যাচটিকে বড় কিছু মনে করছেন না এখন। তার মতে, পাকিস্তানের থেকে ভারত এখন শক্তিমত্তায় অনেক অনেক এগিয়ে।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান। সেটা ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে পাঁচবারের দেখায় চারবারই জিতেছে ভারত, একটি ম্যাচের ফল হয়নি।

তাই ভারত-পাকিস্তান লড়াইয়ে পাকিস্তানের ওপরই সব চাপ থাকবে, মনে করেন গম্ভীর। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, যেহেতু পাকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানে (প্রকৃতপক্ষে ৪-০) এগিয়ে ভারত, তাই পাকিস্তান অনেক বেশি চাপে থাকবে। ভারতের ওপর চাপ থাকবে কিনা, সেই কথাই বলা উচিত নয় আমাদের। চাপটা পাকিস্তানের ওপরই থাকবে।’

এই মুহূর্তে পাকিস্তানের থেকে শক্তিমত্তায় ভারত অনেক বেশি এগিয়ে, দাবি গম্ভীরের। চিরপ্রতিদ্বন্দ্বীরা জিতে গেলে সেটা অঘটন হবে, এমনটাই মনে করেন তিনি।

গম্ভীরের কথা, ‘এই মুহূর্তে যদি আপনি দেখেন, ভারত পাকিস্তানের থেকে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, টি-টোয়েন্টি ফরমেটে যে কেউ যে কাউকে হারাতে পারে। আমাদের কোনো দলকেই অবহেলা করা ঠিক হবে না। আফগানিস্তানও অঘটন ঘটাতে পারে, তেমন পারে পাকিস্তানও। তবে পাকিস্তানই চাপে থাকবে।’

সর্বশেষ - প্রবাস