রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কোহলির বিরুদ্ধে ‘দুর্ব্যবহারের’ অভিযোগ সিনিয়র ক্রিকেটারদের!

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৯, ২০২১ ২:২০ অপরাহ্ণ
কোহলির বিরুদ্ধে ‘দুর্ব্যবহারের’ অভিযোগ সিনিয়র ক্রিকেটারদের!

Spread the love

অধিনায়ক বিরাট কোহলির দুর্ব্যবহারে অতিষ্ঠ ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে এমন অভিযোগ করেছেন জাতীয় দলের এক সিনিয়র ক্রিকেটার।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর ভারতের ড্রেসিংরুমে আগুনে পরিস্থিতির উদ্ভব হয়েছিল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি মিডিয়ায় সরাসরি অভিযোগ করেন, সতীর্থদের মধ্যে অনেকেরই ‘ইচ্ছার অভাব’ ছিল। মিডিয়াতে এমন কথা বলার পর তা ভালোভাবে নেননি একাধিক সিনিয়র ক্রিকেটার।

বিরাট কোহলির ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে সরাসরি এক সিনিয়র ক্রিকেটার বিসিসিআইয়ের সচিব জয় শাহের কাছে নালিশ করেছেন।

টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেই সিনিয়র ক্রিকেটার বলেছেন, দলের অনেকেই কোহলির আচরণে অতিষ্ঠ। কোহলি দলের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সতীর্থদের শ্রদ্ধাও হারায়। অনেক সিনিয়র তার আচরণে অসন্তুষ্ট। সতীর্থদের কাছে এক সময় যেভাবে অনুপ্রেরণা হয়ে উঠেছিল, সেটা এখন আর নেই। অনেকেই ধৈর্যের সীমা হারিয়ে ফেলেছেন।

সেই প্রতিবেদনে আরও বলা হয়- শুধু ক্রিকেটারই নন, কোচিং স্টাফের এক সদস্যের ওপর প্রকাশ্যেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। সেটাও জানানো হয়েছে বোর্ডকে।

বেশ কিছুদিন হলো ফর্মে নেই বিরাট কোহলি। তাই কোচিং স্টাফের এক সদস্য তাকে একবার ব্যাটিংয়ে বেশ কিছু বিষয় পরিবর্তন করার পরামর্শ দেন। নেট অনুশীলনে সেই কারণেই কোচের ওপরে ব্যাপক চড়াও হন কোহলি।

সর্বশেষ - প্রবাস

Translate »