শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফিল্ড হাসপাতাল নির্মাণের পরামর্শ জি এম কাদেরের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৬, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ
ফিল্ড হাসপাতাল নির্মাণের পরামর্শ জি এম কাদেরের

Spread the love

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে ফিল্ড হাসপাতাল নির্মাণের পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি। 

শুক্রবার সকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেলটা ধরন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতোমধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশির ভাগ হাসপাতালে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনাভাইরাসের চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যেই চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবিলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।

বিবৃতিতে বিরোধী দলীয় উপনেতা পরামর্শ দিয়ে বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রুততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।

সর্বশেষ - প্রবাস