শনিবার , ১৬ অক্টোবর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জিদানকে নিউক্যাসেলের কোচ দেখতে চান মোহাম্মদ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৬, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
জিদানকে নিউক্যাসেলের কোচ দেখতে চান মোহাম্মদ

Spread the love

নিউক্যাসল ইউনাইটেডকে নিজেদের করে নিয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটির ৮০ শতাংশ মালিকানা এখন সৌদি রাজ পরিবার নিয়ন্ত্রিত পিআইএফের দখলে। নিউক্যাসলকে ঢেলে সাজানোর পরিকল্পনা। তাই দলটির দায়িত্ব বুঝিয়ে দিতে বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার মধ্যে রয়েছেন জিনেদিন জিদান। এমনটাই জানাচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

ট্রফিহীন ২০২০-২১ মৌসুম পার করেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতছাড়া হয়। শেষ পর্যন্ত লা লিগা জেতার দৌড়ে থাকলে তা সম্ভব হয়নি। এতে স্প্যানিশ দলটিকে বিদায় জানিয়ে দেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

২০১৬ সালে সহকারী কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। আটটি শিরোপা জিতে ২০১৮ সালে নিজেই সরে দাঁড়ান।

২০১৯ সালের আবারও রিয়ালের ডাগ আউট সামলানের দায়িত্ব ফিরে পান। প্রথম মৌসুমে লা লিগার শিরোপা জিতে দল। তবে দ্বিতীয় মৌসুমে শূন্য হাতে ফেরেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী জিদান। বর্তমানে নিজের একাডেমি চালাচ্ছেন এই কিংবদন্তি মিডফিল্ডার।

এদিকে জিদান ছাড়াও নিউক্যাসেলের কোচের দৌড়ে রয়েছে অ্যান্থনিও কন্তের নাম। সম্প্রতি ইন্টার মিলানের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। অন্যদিকে লেস্টার সিটির কোচ ব্রেন্ডান রডজার্সের নামও রয়েছে তালিকায়। এ ছাড়া লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের নামও শোনা যাচ্ছে। বর্তমানে স্কটিশ দল রেঞ্জার্সের দায়িত্বে আছেন তিনি।

বর্তমানে নিউক্যাসেল ইউনাইটেডের দায়িত্ব রয়েছেন স্টিভ ব্রুস। রোববার (১৭ অক্টোবর) টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে তার দল। কোচ হিসেবে ব্রুসের শততম ম্যাচ হতে চলে এটি।

সর্বশেষ - প্রবাস

Translate »