রবিবার , ৬ মার্চ ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৬, ২০২২ ১:৩০ পূর্বাহ্ণ
পুতিনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক

Spread the love

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেনে রুশ সেনা অভিযানের মধ্যেই শনিবার মস্কোয় এ বৈঠকে মিলিত হন তারা। বৈঠক শেষে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন বেনেট। খবর রয়টার্সের।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্যই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেনেট। ওই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এছাড়া বেনেট যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সাথে কূটনৈতিকভাবে সংকট নিরসনের জন্য সমন্বয় করছেন।

বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে সাক্ষাতের জন্য বার্লিনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধের ইতি টানতে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। সোমবার তৃতীয় দফার আলোচনায় মিলিত হবে দুই দেশ। শনিবার ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সর্বশেষ - প্রবাস

Translate »