বুধবার , ৮ ডিসেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৮, ২০২১ ৯:২৫ পূর্বাহ্ণ
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

Spread the love

নাজনীন আখতার |ইতালি

ইউরোপে  কর্মরত  সাংবাদিকদের নিয়ে গঠিত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব  ( আয়েবাপিসি )  র  ৪১ সদস্য বিশিষ্ট  পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । 

অনলাইনে ভার্চুয়াল  জুম মিটিং এর  মাধ্যমে গত ৫ ই ডিসেম্বর  ২০২১-২৩ সালের  জন্য পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে জার্মান প্রবাসী হাবিবুর রহমান হেলাল ও ইতালি প্রবাসী  এসকে এমডি জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক   পূর্বেই নির্বাচিত  করা হয়।  পূর্নাঙ্গ  কমিটিতে যারা স্হান পেয়েছেন তারা হলেন ,    সিনিয়র সহ-সভাপতি : এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স ) সহ-সভাপতি : সেলিম উদ্দিন ( যুক্তরাজ্য)

 সহ-সভাপতি : জাহিদ আলম মাসুদ (যুক্তরাজ্য) সহ-সভাপতি নাঈম হাসান পাভেল ( যুক্তরাজ্য) সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ( ইতালি ), সহ-সভাপতি: শাহীন খলিল কাউসার (ইতালি) সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান খান সোহেল ( ইতালি ) সাধারণ সম্পাদক : এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন (ইতালি) যুগ্ন সাধারণ সম্পাদক সাবুল আহমেদ ( ফ্রান্স 

যুগ্ন সাধারণ সম্পাদক : জহুরুল ইসলাম মুন (পর্তুগাল ),যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার (স্পেন) , কোষাধ্যক্ষ :মনির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক : ফখরুদ্দীন রাজি ( স্পেন )সাংগঠনিক সম্পাদক : শাহ মোহাম্মদ তানভীর আহমদ- (পর্তুগাল )সাংগঠনিক সম্পাদক : ইসমাইল হোসেন স্বপন (ইতালি) 

সাংগঠনিক সম্পাদক : শাহ সোহেল আহমেদ (ফ্রান্স) ,সাংগঠনিক সম্পাদক : কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রীস),সাংগঠনিক সম্পাদক : সজিব আহমেদ (মাল্টা) দপ্তর সম্পাদক: আল-আমিন হোসেন (ইতালি)প্রচার সম্পাদক : নুরুল আলম জনি (ইতালি) ,তথ্য বিষয়ক সম্পাদক : সামসুজ্জামান উদয়-(জার্মানী )সাংস্কৃতিক সম্পাদক : মোহাম্মদ উল্লাহ সোহেল -(ইতালি )সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: কাজী মাহফুজ রানা ( ইতালি) ক্রীড়া বিষয়ক সম্পাদক : মনিরুজ্জামান টিটু (স্পেন )আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ খন্দকার মেভিজ পরমা (গ্রীস) অভিবাসন বিষয়ক সম্পাদক: শাহ ইমরুল হাসান (গ্রীস) সমাজসেবা বিষয়ক সম্পাদক : আবদুল গাফফার আমান( সুইজারল্যান্ড) ধর্ম বিষয়ক সম্পাদক: কবির আহমেদ – অস্ট্রিয়া।

এবং আজীবনসদস্য  করা হয়  মনিরুজ্জামান মনির – ইতালি কে ।  সদস্য মাহবুবুর রহমান – অস্ট্রিয়া, কমরেড খোন্দকার – ইতালি, জহিরুল ইসলাম – গ্রীস, ফয়জুল হক রানা – স্পেন, মোহাম্মদ তাহির হোসেন – পর্তুগাল, মাইদুল ইসলাম খান অস্ট্রিয়া, নাজনীন আখতার – ইতালি উপদেষ্টা মন্ডলী : প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান-অস্ট্রিয়া, উপদেষ্টা হাবীব চৌধুরী – ইতালি, উপদেষ্টা, এ কে এম জহিরুল ইসলাম – স্পেন, উপদেষ্টা ড. মোহাম্মদ মুক্তার হোসেন – ইতালি, উপদেষ্টা সৈয়দ কামরুল সারোয়ার – ইতালি উপদেষ্টা, লোকমান হোসেন – স্পেন ।

সর্বশেষ - প্রবাস

Translate »