মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ধুমধামে লন্ডনে এবারও হয়ে গেল গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের মেজবান

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১১, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

Spread the love

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধুমধামে লন্ডনে এবারও হয়ে গেল গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের মেজবান। এতে প্রায় ৪ হাজার লোকের সমাগম হয়।

রোববার পূর্ব লন্ডনের একটি বিশাল হলে অনুষ্ঠিত মেজবানে যুক্তরাজ্যের শহর থেকে পরিবার-পরিজন নিয়ে লন্ডনে বসাবাসরত চট্টগ্রামের বাসিন্দারা অংশ নেন। এটি ছিলো লন্ডনে গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের চতুর্থ মেজবান আয়োজন।

স্থানীয় সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে ভোজ উৎসব ও সাংস্কৃতিক আয়োজন।

সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইসহাক চৌধুরী। আয়োজনের বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য দেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ কায়সার।

এবারের আয়োজনে মঞ্চে বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড। সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে লাইফ টাইম এচিভম্যান্ট অ্যাওয়ার্ডসহ ৮ জনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

ব্যারিষ্টার মনোয়ার হোসেন বলেন, ২০১৩ সালে তাঁর নেতৃত্বে গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। ২০১৪ সালে তারা প্রথম মেজবানের আয়োজন করেন। আর এটি মেজবানের চতুর্থ আয়োজন। তিনি বলেন, মেজবান চট্টগ্রামবাসীর শত বছরের ঐতিহ্য। এটিকে ধরে রাখাতে চান তাঁরা।

মঞ্চে নানা পর্বের সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, লুনা তানজিলা, নূরুন্নবী আলী, মাসুদুর রহমান, ওসমান ফয়সাল, এন এ চৌধুরী টিংকু, মোস্তফা সাঈদ ও শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিমুল হক, মীর রাশেদ আহমেদ, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী, আবু নাসের, আলী রেজা, শওকত মাহমুদ টিপু, চৌধুরী জিন্নাত আলী, আক্তারুল আলম, হাসান আনোয়ার, সাজ্জাদুল ইসলাম, মোবারক হোসেন টিটু ও হেফাজুল করিম রাকিব প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন বিলেতের জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে ছিলন- সৌমেন অধিকারী, লাবনী বড়ুয়া, রুবা হোসেন, সাইদা তানি, অমিত দে, লন্ডনের জেমস খ্যাত রাজ হাসান, তাহমিনা শিফু, আখতারুল আলম, ডাঃ রুবেল সাজিদ, শ্রেয়সী দাস, ব্যান্ড প্যান্টাটোনিক ও নাচের দল তাল তরঙ্গ। সবশেষে শেষে ছিলো র‌্যাফেল ড্র।

সর্বশেষ - প্রবাস

Translate »