এএফসি অনূর্ধ্ব১৭ ফুটবলে ই গ্রুপে বাংলাদেশের খেলা শেষ হচ্ছে আজ। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ-ইয়েমেন ম্যাচ। এর আগে বিকাল ৪টায় একই গ্রুপের ভুটান-সিঙ্গাপুর খেলবে। এই দুই দলই বিদায় নিয়েছে। লড়াইয়ে টিকে আছে ইয়েমেন এবং বাংলাদেশ।
দুই খেলায় ৬ পয়েন্ট করে পেয়েছে বাংলাদেশ এবং ইয়েমেন। তবে গোল গড়ে এগিয়ে থাকায় বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইয়েমেন। বাংলাদেশের হাতে ৩ গোল। ইয়েমেনের হাতে ১৪ গোল। তাদের জালে গোল হয়নি। শুধু এই সুবিধায় নয়, ইয়েমেন বাংলাদেশের চেয়ে সবদিক থেকে এগিয়ে রয়েছে। এই দলটি বছরের পর বছর এক সঙ্গে খেলছে। আর বাংলাদেশের খেলোয়াড়রা মাত্র ১৪ মাস ধরে খেলছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা নেই। ভারতে সাফ এবং এএফসি অনূর্ধ্ব২০ বাছাই ফুটবলে খেলেছে। এই অভিজ্ঞতায় এবার এএফসি অনূর্ধ্ব১৭ বাছাই খেলছে।
ইয়েমেন এবং বাংলাদেশ, দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ দলের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য দেখেছেন পার্থক্য। বিপ্লব বললেন, ‘ওরা (ইয়েমেন) অনেক বেশি প্রফেশনাল। অনেক বেশি অভিজ্ঞ। প্রয়োজনে নামছে, প্রয়োজনে উঠছে। খেলোয়াড়দের শারীরিকভাষা দেখলে বুঝা যায়, পার্থক্য কোথায় এবং কতো বেশি।’ সাবেক এই গোলকিপার বল পজিশন, রানিং, গ্যাপ তৈরি করা। কে কোথায় বল ফেলবে, কখন কি হবে তা যেন মুখস্ত সবার। ছোট থেকে এক সঙ্গে গড়ে ওঠা এধরনের দলের বিপক্ষে খেলতে হলে প্রচুর ষ্ট্যামিনা থাকতে হয়। ৯০ মিনিট পর্যন্ত দৌড়ানোর ক্ষমতা থাকতে হয়। আমরা সেটাই করছি যেন আমাদের ছেলেরা লড়াইয়ে নেমে হারিয়ে না যায়। আজকের ম্যাচটাই তাই আমাদের কাছে ফাইনাল ম্যাচ।’
প্রথম খেলায় ২-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে পাঁচ ছয় জন ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছিল যেন তারা ইয়েমেনের বিপক্ষে পুর্ণ শক্তিটা ঢেলে দিতে পারে। আর ভুটান ম্যাচে যাদের নামানো হয়েছিল এদের মধ্যে অনেকেরই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয় শুক্রবার। ১৯৯৯ সাফ গেমস ফুটবল স্বর্ণপদক জয়ী গোলকিপার বিপ্লব বললেন,‘যদিও কঠিন। তার পরও আমরা জিতে চেষ্টা করব। তবে এটা বলতে পারি আজকে ইয়েমেনের বিপক্ষে আমাদের জন্য ‘ফাইনাল’ ম্যাচ