ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ট্রাম্প।
রোববার (৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুই দেশের নেতা চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন বলে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুই নেতা কতবার কথা বলেছেন, তার প্রশ্নের জবাবে তিনি বলেন, তা না বলাই ভালো।
এ সময় ট্রাম্প আরও বলেন, তিনি (পুতিন) মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান। ওইসব মৃত মানুষ। তরুণ, তরুণ, সুন্দর মানুষ। তারা আপনার সন্তানের মতো, তারা কোন কারণ ছাড়াই মারা যাচ্ছে।
ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে আরও বলেন, পুতিনের সাথে তার সবসময়ই ভালো সম্পর্ক ছিল এবং যুদ্ধ শেষ করার জন্য তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তবে তিনি আরও বিস্তারিত প্রকাশ করেননি।
এ সময় আশা প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি আশা করি এটি দ্রুত হবে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ইউক্রেনে এই যুদ্ধ এতটা খারাপ। আমি এই জঘন্য জিনিসটির অবসান চাই।
যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা করার জন্য আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করবেন বলেও জানান তিনি।
তবে ক্রেমলিন বা হোয়াইট হাউজ এখনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সের অনুরোধেরও কোনো সাড়া দেয়নি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরে গড়াবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।